| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বেফাক মহাসচিব


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বেফাক মহাসচিব


রহমত নিউজ     19 August, 2024     11:39 PM    


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে যান কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব ও হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা মাওলানা মাহফজুল হক। এসময় তাদের সান্তনা ও হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদান।

সোমবার (১৯ আগস্ট) রাজধানীর সৌহরাওয়ার্দী হাসপাতালে সংস্থাটির কর্মকর্তাদের সাথে সঙ্গে দেখতে যান বেফাক মহাসচিব।

এসময় সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে মাওলানা মাহফুজুল হক বলেন, দেশের কওমি মাদরাসা শিক্ষার্থীরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। এবারের আন্দোলনে মাদরাসার ছাত্র-শিক্ষদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। অথচ মিডিয়াতে এগুলো প্রচার হচ্ছে না। এটা কওমি মাদরাসার প্রতি এক ধরণের বৈষম্যমূলক আচরণ।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরে শুরু থেকে আহত ব্যক্তিদের সহায়তা করে আসছে সংস্থাটি। এখন পর্যন্ত অন্তত ২০০ জন আহত ব্যক্তিকে অর্থ সহায়তা প্রদান করেছে করেছে বলে জানায় সংস্থাটির পরিচালক মুহাম্মদ রাজ। 

উল্লেখ্য; “হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ” সরকারের নিবন্ধন প্রাপ্ত এবং সর্ব মহলে সমাদৃত একটি অরাজনৈতিক অলাভজনক সেবা সংস্থা। যার সরকারী রেজিস্ট্রেশন নং S138779/22।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা