| |
               

মূল পাতা রাজনীতি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে: আ স ম রব


গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে: আ স ম রব


রহমত নিউজ     17 August, 2024     11:13 AM    


ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, স্বৈরাচারী আর স্বেচ্ছাচারী শাসনের ঘৃণ্য, নিকৃষ্ট ও নিষ্পেষণের মধ্যযুগীয় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ বিদ্রোহ নতুন সমাজ বিনির্মাণের সুযোগ এনে দিয়েছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার উপযুক্ত সময় প্রস্তুত। প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সমগ্র জনগণ গণবিদ্রোহে শামিল হয়ে বাংলাদেশে নবতর বাস্তবতা হাজির করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে।

শনিবার (১৭ আগস্ট) জেএসডি কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। উত্তরার বাসভবনে সম্পাদক মণ্ডলীর সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।