| |
               

মূল পাতা আন্তর্জাতিক দেশব্যাপী শাটডাউনের ঘোষণা ভারতীয় চিকিৎসকদের


দেশব্যাপী শাটডাউনের ঘোষণা ভারতীয় চিকিৎসকদের


আন্তর্জাতিক ডেস্ক     16 August, 2024     09:10 PM    


ভারতের পশ্চিমবঙ্গে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সহকর্মীর সঙ্গে ঘটা এমন নৃশংস ঘটনায় প্রতিবাদে নেমেছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) শনিবার (১৭ আগস্ট) দেশব্যাপী ২৪ ঘণ্টা শাটডাউনের ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ভারতের চিকিৎসকদের বড় সংগঠন আইএমএ'র অন্তত চার লাখ সদস্য শনিবার শাটডাউন কর্মসূচি পালন করবেন। তবে এ সময় জরুরি পরিষেবাগুলো চালু রাখা হবে। এক্সে দেয়া এক বিবৃতিতে আইএমএ বলেছে, “চিকিৎসক, বিশেষ করে নারীরা পেশার প্রকৃতির কারণে সহিংসতার শিকার হন। হাসপাতাল ও ক্যাম্পাসের ভেতরে চিকিৎসকদের নিরাপত্তার ব্যবস্থা করা কর্তৃপক্ষেরই দায়িত্ব।"

আইএমএ'র ছাড়াও সরকারী এবং বেসরকারি একাধিক মেডিকেল ইউনিয়ন এই ধর্মঘটের প্রতি সমর্থন দিয়েছে। এর আগে সোমবার (১২ আগস্ট) বেশ কয়েকটি রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা মৌমিতা হত্যার প্রতিবাদে "অনির্দিষ্টকালের জন্য" পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন।

মূলত কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আরজিকরে মৌমিতা দেবনাথ নামের এক চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসার পর ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। ওই চিকিৎসকের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে প্রথমে কলকাতায় আন্দোলন শুরু হলেও পরে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। পশ্চিমবঙ্গের মেডিকেলের শিক্ষার্থীদের পাশাপাশি এ আন্দোলনে যোগ দেন সাধারণ মানুষও।