| |
               

মূল পাতা সারাদেশ জেলা অসামাজিক কার্যকলাপের অভিযোগ, রিসোর্ট থেকে ২১ নারী-পুরুষ আটক


অসামাজিক কার্যকলাপের অভিযোগ, রিসোর্ট থেকে ২১ নারী-পুরুষ আটক


মফস্বল ডেস্ক     16 August, 2024     09:18 AM    


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই রিসোর্ট থেকে ২১ নারী-পুরুষকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতদের মধ্যে ১১ জন নারী ১০ জন পুরুষ রয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) ভোরে শ্রীমঙ্গলের ডলুছড়া এলাকার গ্রিন প্যালেস টি রিসোর্ট এবং টংথাই রিসোর্টে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, শ্রীমঙ্গলের দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর মেজবাহ, বিজিবির মেজর এমরান ও শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মূলত নারায়নগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে ধরার জন্য অভিযানটি পরিচালনা করা হয়। তবে শামীম ওসমানকে পাওয়া না গেলেও রিসোর্ট দুটি থেকে ২১ নারী-পুরুষকে আটক হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় গণমাধ্যমকে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল