| |
               

মূল পাতা জাতীয় স্বস্তি ফিরছে বাজারে, কমল সবজি-মুরগির দাম


স্বস্তি ফিরছে বাজারে, কমল সবজি-মুরগির দাম


রহমত নিউজ     13 August, 2024     01:28 PM    


আন্দোলন-বিক্ষোভ শেষ হওয়ার পর এবার স্বস্তি ফিরতে শুরু করেছে দেশের কাঁচাপণ্যের বাজারে। সরকার পতনের পর এক সপ্তাহের ব্যবধানে কমেছে সবজি ও মুরগিসহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। 

শিক্ষার্থীদের বাজার তদারকি অব্যাহত থাকায় চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহীতে বিভিন্ন পণ্যের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। আলু ৫৫ থেকে ৬০ টাকা কেজি, ঢেঁড়স ও বেগুন ৭০ টাকা এবং শশা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

আগের দরেই ডজনপ্রতি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। প্রতি কেজি কাঁচামরিচ এখনো ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম ১০০ টাকা কেজি। 

এ ছাড়া ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কমেছে সব ধরনের মাছের দামও। 

এদিকে, শিক্ষার্থীদের বাজার তদারকিকে স্বাগত জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। সিন্ডিকেট দমনে সরকারি সংস্থাগুলোর তৎপরতা বাড়ানোর তাগিদ তাদের। 

-ইন্ডিপেন্ডেন্ট অনলাইন