মূল পাতা শিক্ষাঙ্গন স্কুল খোলার বিষয়ে যা জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
রহমত নিউজ 12 August, 2024 03:22 PM
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এই সরকার কাজ করবে। তিনি বলেন, অস্থিরতা না কমলে বাচ্চাদের স্কুলে পাঠাবো না, তাই আমরা সবার সঙ্গে আলোচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।
সোমবার (১২ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, শ্রদ্ধা জানালাম স্মৃতিসৌধে, কেন্দ্রীয় শহীদ মিনারে। এখন কর্মকৌশল ঠিক করবো। সবার সহযোগিতা নিয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের কাজটা বুঝবো, এরপর কাজ শুরু করবো।
উপদেষ্টা বলেন, বাচ্চাদের শিক্ষাটা ব্যক্তির জীবন গড়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে। প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন জরুরি, যেন শিক্ষার্থীরা সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে।