মূল পাতা শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের আল্টিমেটামের পর ভিকারুননিসা অধ্যক্ষের পদত্যাগ
রহমত নিউজ 11 August, 2024 07:40 PM
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবং দেওয়া আল্টিমেটামের পর পদত্যাগ করেছেন রাজধানীর আলোচিত ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। একইসঙ্গে পদত্যাগ করেছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারহানা খানম।
আজ (১১ আগস্ট) রোববার দুপুর আড়াইটার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে তারা পদত্যাগপত্রে সই করেন।
পদত্যাগ নিয়ে অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, শিক্ষার্থীদের দাবি প্রতি সম্মান রেখে পদত্যাগ করিছি। তবে জোর করে পদত্যাগ করানো হয়েছে দাবি করে ফারহানা খানম বলেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করিনি।
এর আগে, দুর্নীতির অভিযোগ তুলে অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থী-অভিভাবকরা। একইসঙ্গে স্কুলের পদার্থবিজ্ঞানের সিনিয়র শিক্ষক ফারহানা খানমসহ গভর্নিং বডির পদত্যাগের একদফা দাবি জানান তারা।
পরে অধ্যক্ষ নিজে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরিবেশ ঠাণ্ডা করার চেষ্টা করেন। হ্যান্ডমাইকে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যে দাবিতে আন্দোলন করছ, এসব অভিযোগের কোনোটাই সত্য নয়। যদি প্রমাণ করতে পারো তাহলে আমি এ পদ থেকে সরে যাব। আর তোমরা যদি আমাকে একেবারেই না চাও তাহলে আমি সর্বোচ্চটা বিসর্জন দিতে রাজি আছি।
তিনি আরও বলেন, আমি আসার পরে এখানে কোনো দুর্নীতি হয়নি, কোনো ভর্তি বাণিজ্য হয়নি। সবকিছু বন্ধ করে দিয়েছি।
অধ্যক্ষের এমন বক্তব্যের মধ্যেই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন এবং আগামী দুই ঘণ্টার মধ্যে তাকে পদত্যাগের আল্টিমেটাম দেন। পরে দুপুরে পদত্যাগ করেন কেকা রায় চৌধুরী।