| |
               

মূল পাতা জাতীয় বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আলটিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙার আলটিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


রহমত নিউজ     06 August, 2024     01:24 PM    


জাতীয় সংসদ ভেঙে দেয়ার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কোটা সংস্কার আন্দোলন ও সরকার পদত্যাগের অসহযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেয়া প্ল্যাটফর্মটির অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরে এক ভিডিও বার্তায় এ আলটিমেটাম দেন।

নাহিদ বলেন, মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেল তিনটার মধ্যে ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। নতুবা কঠোর কর্মসূচি দেয়া হবে।

‘সকলকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানাচ্ছি। আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে। এখন দেশ গঠনে ছাত্র-জনতাকে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন লুটপাট, নাশকতা ও সাম্প্রদায়িক হামলা যারা করবে, তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

‘দ্রুতই রাষ্ট্রের স্থিতাবস্থা ও আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র-জনতাকে কাজ করতে হবে।’