| |
               

মূল পাতা জাতীয় সরকার ২০ বছর আগে কেমন ছিলো বাংলাদেশ, যুবকদের সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


২০ বছর আগে কেমন ছিলো বাংলাদেশ, যুবকদের সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


রহমত নিউজ     04 August, 2024     05:42 AM    


দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের আর্থ-সামাজিকসহ সব ধরনের উন্নয়ন সরকার নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ ২০ বছর আগের বাংলাদেশ কেমন ছিল, সেদিকে দৃষ্টিপাত করতে ২০ বছর বয়সি যুবকদের আহ্বান জানান তিনি।

শনিবার (৩ আগস্ট) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে নির্বাচনের দিন থেকে শুরু করে সারা দেশে আমাদের ২১ হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করেন, পঙ্গু হয়, তাদের চোখ তুলে নেয়া, হাত কেটে দেয়া হয়। এতে নেতাকর্মীদের অনেক কষ্ট পেতে হয়। ২০১৩ সাল থেকে ২০১৫ পর্যন্ত অগ্নিসন্ত্রাস কার্যক্রমে প্রায় ৩ হাজার সাধারণ মানুষ ও পুলিশকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এছাড়া রেল, লঞ্চ ও ৩ হাজার ৮০০ গাড়ি, সরকারি অফিস, ভূমি অফিস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় সন্ত্রাসীরা। তখনও অনেক লাশ টানতে হয়েছিল। ’  

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২০০৯-এ সরকারে আসার পর থেকে দেশে সার্বিক উন্নয়নে দ্রুত সময় একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা মানুষের জীবনমান উন্নয়ন করতে সক্ষম হয়েছি। পঁচাত্তর সালে জাতির পিতা শাহাদাত বরণ করেন। তিনি মাত্র তিন বছর সাত মাস সময় পেয়েছিলেন। যুদ্ধবিদ্ধস্ত দেশকে গড়ে তোলার পর তিনি (বঙ্গবন্ধু) একটা স্বাধীন সার্বভৌম দেশের যা প্রয়োজন সবকিছু প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, সবকিছুর ভিত্তি তৈরি করে দিয়েছিলেন। এ সময়ে জাতিসংঘ কৃতক দরিদ্র দেশ থেকে স্বল্পোন্নত দেশের মর্যাদা পেয়েছিল। এরপর আর বাংলাদেশ এগুতে পারেনি'।  

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের একটা লক্ষ্য ছিল, ২০২০ সালে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্‌যাপন করবো এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করবো। বাংলাদশকে আমরা আরেকটা ধাপে উন্নত করতে পেরেছি। উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা অর্জন করেছি। আমাদের অর্থনৈতিক অবস্থা মাথাপিছু আয় বা আর্থিক সংগতি-সবকিছু মিলয়ে কিন্তু এই স্বীকৃতিটা পেতে হয়। ’   

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পেরেছিলাম। একসময় দুর্ভিক্ষের দেশ, ঝড়-জলোচ্ছ্বাসের দেশ বলে মানুষ করুণা করতো, সেই দেশ বিশ্বের উন্নয়নে রোড মডেল হিসেবে মর্যাদা পেয়েছিল। আজকে যারা ২০ বছর বয়সি যুবক তারা মনে করেন বাংলাদেশ এখন যেমন দেখছে, তেমনিই ছিল। কিন্তু ২০০৮ সালের আগের বাংলাদেশও যদি তারা দেখতো, বুঝতো এ বাংলাদেশ সেই বাংলাদেশ ছিল না। প্রতিটি খাতে আমরা উন্নয়ন করতে পেরেছি সেই দাবি করতে পারি। ’