রহমত নিউজ 04 August, 2024 10:00 AM
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী নির্বিচারে হত্যা, গণগ্রেপ্তার, নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দেশের সংকটপূর্ণ মুহূর্তে করণীয় সম্পর্কে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।
শনিবার (০৩ আগস্ট) রাজধানীর কামরাঙ্গীরচরস্থ মারকাযুল খেলাফাতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা তাসলীমুল হাসান, মাওলানা হাফেজ আবুল কাশেম রায়পুরী, মাওলানা হাফেজ অলিউল্লাহ ও আতিকুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে চলমান ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণসমর্থন জানিয়ে খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ বলেন, বর্তমান জালেম সরকার জনগণের আস্থা হারিয়েছে। প্রতিবাদী ছাত্রদের দমনে দলীয় ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি গুলির অর্ডার দিয়ে অমার্জনীয় অপরাধ করেছে। খুনি সরকারের আর এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, পুলিশ ও হেলমেট বাহিনীর গুলিতে ছাত্র, যুবক, শিশুসহ সব শ্রেণী পেশার মানুষ হতাহত হচ্ছে। সরকারের প্রতি বিক্ষুব্ধ ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণ। বর্তমানে রক্তে রঞ্জিত সারাদেশ, প্রতিটি রক্তের ফোঁটার হিসাব কড়ায় গন্ডায় নিবে মজলুম জনতা।
খেলাফত আন্দোলন নেতৃবৃন্দ বলেন, নির্বিচারে গণগ্রেপ্তার চালিয়ে সারাদেশকে কারাগারে পরিণত করেছে সরকার। স্বাধীন দেশের নাগরিকদের উপর এই নৃশংস নির্যাতন সকল বর্বরতাকেও হার মানিয়েছে। সরকারের পদত্যাগ ছাড়া সৃষ্ট সংকট নিরসনের আর কোন বিকল্প নেই।