রহমত নিউজ 01 August, 2024 08:02 AM
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির সময়সীমা। আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে এ সময়সীমা।
বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডসমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরে জানানো হবে।
প্রসঙ্গত, এর আগেও ভর্তির সময় এক দফা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া ২৫ জুলাই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমও বন্ধ রাখা হয়।