| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না: ফখরুল


সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না: ফখরুল


রহমত নিউজ     31 July, 2024     06:03 AM    


ছাত্র আন্দোলনে দিশেহারা সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, জনরোষ থেকে নিজেদের রক্ষা করতে সরকার যা ইচ্ছা তাই করছে। এসব করতে গিয়ে তারা রাষ্ট্রব্যবস্থাকে ছিন্নভিন্ন করে রাষ্ট্রের গণতান্ত্রিক ও মানবিক চরিত্র গুম করেছে।

তিনি বলেন, মানুষের অধিকারকে বর্বরভাবে নস্যাৎ করতে গিয়ে সরকার বাংলাদেশেকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে গণহত্যা করে সরকার অমার্জনীয় অপরাধ করে এখন জানতে চায় কী তাদের অপরাধ?

বিএনপির মহাসচিব বলেন, অনেক অভিভাবক এখনও তাদের সন্তানের খোঁজ পাচ্ছে না। আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার আইন থাকলেও ডিবি হেফাজতে চার/পাঁচ দিন রেখে বেআইনি কাজ করছে সরকার। আইনি ভিত্তি ছাড়াই হেফাজতের কাহিনী নজিরবিহীন।

মির্জা ফখরুল বলেন, গণহত্যা ও নৈরাজ্য চালিয়ে নির্লজ্জ সরকার লোক দেখানো রাষ্ট্রীয় শোকের নামে মায়াকান্না করছে। জনসাধারণ খুনি সরকারের লোক দেখানো রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করেছে। সরকার গণ শত্রুতে পরিণত হয়েছে।

তিনি বলেন, দিন যতই যাচ্ছে সরকারের অস্তিত্ব সংকট ততই বৃদ্ধি পাচ্ছে। ছাত্র-গণআন্দোলনে দিশেহারা জনবিচ্ছিন্ন সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না।