মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ কোটা আন্দোলনে আহতদের চিকিৎসায় বৈষম্য হবে না: আমু
রহমত নিউজ 28 July, 2024 06:07 AM
কোটা সংস্কার আন্দোলনকালে সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।
শনিবার (২৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ কথা জানান তিনি। এদিন ১৪ দলের নেতারা হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগীর খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন।
আমু জানান, কোটা সংস্কার আন্দোলনকালে সহিংসতায় আহতদের চিকিৎসার পাশাপাশি হতাহতদের পরিবারকে সহযোগিতা করবে সরকার।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, আহতরা যেন প্রয়োজনীয় চিকিৎসা পান, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের তালিকা প্রকাশ করা হলে তাদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার।
আমু বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে যেমন কে কোন দল করলো, সেটা বিবেচনায় আনা হবে না, তেমনই দোষীদের বিচারের ক্ষেত্রেও দলমত দেখা হবে না।
তিনি আরও বলেন, এ ধরনের সহিংসতা থেকে সবার দূরে থাকা উচিত। এই আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে ১৪ দল সমর্থন করে। ১৪ দলীয় জোট সরকারের পাশে থেকে সব ধরনের সহায়তা করতেও প্রস্তুত।