| |
               

মূল পাতা আন্তর্জাতিক কৌশলে সুড়ঙ্গে এনে ইসরাইলি সেনাদের হত্যা করলো হামাস


কৌশলে সুড়ঙ্গে এনে ইসরাইলি সেনাদের হত্যা করলো হামাস


আন্তর্জাতিক ডেস্ক     26 July, 2024     08:01 AM    


রাফার ইয়াবনা শরণার্থী শিবিরে কৌশলে সুড়ঙ্গে এনে বেশ কয়েকজন দখলদার ইসরাইলি সেনাকে হত্যা করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র বাহিনী হামাস। তারা জানিয়েছে, কৌশলে ইসরাইলি সেনাদের দুটি সুড়ঙ্গে এনে সেগুলো উড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে হামাস আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা খান ইউনিসের আজ-জিলাল মসজিদের কাছে স্থাপিত ইসরাইলের একটি ক্যাম্পেও হামলা চালিয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে মর্টার শেল। আরেক সশস্ত্র বাহিনী ইসলামিক জিহাদের যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে তারা।

এই সপ্তাহে গাজায় নতুন করে আবারও স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরাইলি সেনারা। এরপর গাজার বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে।

ইসরাইলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত তাদের ৬৮৪ জন সেনা নিহত হয়েছে। আর আহত হয়েছে ৪ হাজার ২১৩ সেনা।

 

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র বাহিনী হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি শহিদ হয়েছেন। আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই সাধারণ নারী ও শিশু।

হাজার হাজার মানুষের মৃত্যু হলেও এখনো গাজায় বর্বরতা বন্ধ করেনি ইসরাইল। ফিলিস্তিনি এই উপত্যকায় মৃত্যুর মিছিল লম্বা থেকে লম্বা হচ্ছে।

সূত্র: আলজাজিরা