মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইলকে ন্যাটো সহযোগিতা করতে চাইলে অনুমোদন দেব না: এরদোগান
মুসলিম বিশ্ব ডেস্ক 12 July, 2024 10:11 AM
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইসরাইলি প্রশাসনের সঙ্গে ন্যাটোর অংশীদারিত্ব অব্যাহত রাখা সম্ভব নয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) যুক্তরাষ্ট্রে চলমান ন্যাটো সম্মেলনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘ফিলিস্তিনে টেকসই শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ন্যাটো ইসরাইলকে সহযোগিতা করতে পারবে না। এর অনুমোদন তুরস্ক দেবে না ।’
এরদোগান জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কূটনীতিক প্রচেষ্টা চালিয়ে যাবে তাঁর দেশ। তুরস্ক সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়। আর তাই তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট।