| |
               

মূল পাতা ইসলাম দেশে ফিরেছেন ৬১ হাজার হাজ্বী


দেশে ফিরেছেন ৬১ হাজার হাজ্বী


রহমত নিউজ     10 July, 2024     10:13 AM    


পবিত্র হজ্ব পালন শেষে মঙ্গলবার (৯ জুলাই) মধ্যরাত পর্যন্ত দেশে ফিরেছেন ৬১ হাজার ৭৫ জন হাজ্বী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ্ব ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ্ব পালন শেষে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ১৬০টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৬১ হাজার  ৭৫ জন হাজ্বী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৫টি ফ্লাইটে ২৬ হাজার ৪৭৭ জন, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ৩৮৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৩৪৭ জন দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্স ২ হাজার ৮৬৪ জন হজ্বযাত্রী পরিবহন করেছে।

এদিকে, চলতি বছর হজ্বে গিয়ে এখন পর্যন্ত ৬৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫০ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৫০ জন, মদিনায় ৪ জন, মিনায় ৭ জন এবং জেদ্দায় দুইজন মারা গেছেন।

প্রসঙ্গত, গত ১৫ জুন পবিত্র হজ্ব অনুষ্ঠিত হয়। এ বছর তীব্র গরমের মধ্যে হজ্ব পালন করতে হয়েছে মুসল্লিদের। হজ্বের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।