| |
               

মূল পাতা প্রবাস আবুধাবিতে প্রাণ গেল ৫ প্রবাসী বাংলাদেশির


আবুধাবিতে প্রাণ গেল ৫ প্রবাসী বাংলাদেশির


প্রবাস ডেস্ক     09 July, 2024     02:45 PM    


সংযুক্ত আরব আমিরাতে লরির ধাক্কায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার আমিরাতের রাজধানী আবুধাবির শাহামা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন গাড়ি চালক নবাবগঞ্জ বালেঙ্গা এলাকার মুহাম্মদ লুতফরের ছেলে মুহাম্মদ রানা মিয়া, একই এলাকার মোহাম্মদ ইব্রাহিম শেখের ছেলে মুহাম্মদ ইবাদুল শেখ, শেখ আরশাদের ছেলে মুহাম্মদ রাজু হোসেন, নবাবগঞ্জ রাজাপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে মুহাম্মদ রাশেদ ও ঢাকা দোহারের মাঞ্চোল মৃধার ছেলে ইকলাছ মৃধা।

 নিহত রানার ছোট চাচা শহীদুল ইসলাম জানান, নিহত সবাই বৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে থাকলেও নিয়োগকর্তার অধীনে কাজ না করে অন্যত্র কাজ পাওয়া সাপেক্ষে বিভিন্ন কাজ করতেন। ঘটনার দিন তারা এক আরবীয়র ঘরে কাজ করার উদ্দেশে আজমান থেকে আবুধাবিতে রওনা করে পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন। পরে খবর পেলাম তারা অগ্নিকাণ্ডে মারা গেছেন।
 
আবুধাবি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন জানান, সোমবার বাংলাদেশ দূতাবাস আবুধাবির শ্রম কল্যাণ উইং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার তদন্তকারি সংস্থা মাফরাক হাইওয়ে ট্রাফিক বিভাগের সাথে তাদের যোগাযোগ হয়েছে। এ বিষয়ে মাফরাক হাইওয়ে ট্রাফিক বিভাগের সড়ক দুর্ঘটনা বিভাগের প্রধান মেজর আব্দুল করিমের সঙ্গেও আলাপ করেছে দূতাবাস।