| |
               

মূল পাতা জাতীয় আবহাওয়া হ্যাকারদের কবলে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট!


হ্যাকারদের কবলে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট!


রহমত নিউজ     09 July, 2024     08:25 AM    


হ্যাকারদের কবলে পড়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৬টা ৪৩ মিনিটে অধিপ্তরের ওয়েবসাইট www.bmd.gov.bd-তে ঢুকে এমনটি দেখা গেছে।

এ সময় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, HACKED BY ODIYAN911. ~TE4M UCC INDIAN H4CKERS ~, Behind Every Mask, There is a Face And Behind That, A Untold Story. PLAY MUSIC

ওয়েবসাইটের নিচ দিয়ে স্ক্রল যাচ্ছে- ODIYAN & SOLVEIG & SHUBH & BINARY-USER & ZODIAC & H3ROIC-CHAD & ANON_SEC_101

তবে বাংলায় আবহাওয়া অধিদপ্তর লিখে গুগল সার্চ করলে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে। তবে সেখান থেকে ইংলিশ মুডে নিলে ওয়েবসাইট হ্যাকড দেখাচ্ছে।