| |
               

মূল পাতা আন্তর্জাতিক ফ্রান্সে বামপন্থীদের জয়, হিজাব নিয়ে আতঙ্ক কাটল মুসলিম নারীদের


ফ্রান্সে বামপন্থীদের জয়, হিজাব নিয়ে আতঙ্ক কাটল মুসলিম নারীদের


আন্তর্জাতিক ডেস্ক     08 July, 2024     08:48 PM    


ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে কট্টর বামপন্থীদের জয়ে ভয় কেটেছে মুসলিম নারীদের। দেশটিতে হিজাব পরিহিত নারীদের প্রায়ই হেনস্তার শিকার হতে দেখা যায়। তবে সেই শঙ্কা আরও বাড়তে থাকে প্রথম দফার নির্বাচনে ডানপন্থী জোটের এগিয়ে থাকা নিয়ে। খবর বিবিসির

শেষ পর্যন্ত নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বামপন্থী জোটের জয়ের খবরে মুসলিম নারীদের সেই শঙ্কা দূর হয়েছে। 

নির্বাচনের ফলাফলে বামপন্থী জোট জয় পাওয়ার পরই প্যারিসের উত্তরের শহরতলিতে তরুণ-তরুণীদের একটি ক্লাবে উল্লাস ও ব্যাপক করতালি দিতে দেখা যায়। কেউ কেউ আনন্দে কেঁদে ফেলেন।

ওই ক্লাবে থাকা ১৯ বছর বয়সী সারাহ বেনানি গভীর আগ্রহ নিয়ে টেলিভিশনের পর্দায় তাকিয়ে ছিলেন। বামপন্থী জোট জয়ী হওয়ার খবর ঘোষণার কয়েক মুহূর্ত পর এই তরুণী বলে ওঠেন, ‘আমার খুব নিশ্চিন্ত লাগছে।’

এই তরুণী বলেন, ‘আজ রাতে আমি যখন বাড়িতে ফিরব, তখন আমাকে হিজাব টেনে খুলে নেয়ার আতঙ্কে থাকতে হবে না।’

গতকাল রোববার ঘোষণা করা আনুষ্ঠানিক ফলে দেখা গেছে, বামপন্থী জোটের নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মধ্যপন্থী জোট এনসেম্বল হয়েছে দ্বিতীয়।

ফলাফল ঘোষণার পর সারাহ বেনানির পাশের অনেক তরুণী একে অপরকে জড়িয়ে আনন্দে চিৎকার করে বলতে থাকেন, ‘ফ্রান্স আমাদের বাড়ি।’

এসব তরুণীর একজন ২১ বছরের বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী সেলিম ক্রুচি। তিনি বলেন, প্রথম দফার নির্বাচনের ফলাফলে আমাদের বেশ মন খারাপ হয়েছিল। তবে রোববারের নির্বাচনের ফলাফলে আমরা খুশি। 

২২ বছর বয়সী আইনের শিক্ষার্থী মারিয়াম তোরে বলেন, ‘নির্বাচনের ফলাফল ঘোষণার সময় আমি সাবওয়েতে ছিলাম। তখন আমার বোন ফোন করে ফলাফলা জানালে মেট্রোর ভেতরই আনন্দে চিৎকার করে উঠি।’