| |
               

মূল পাতা আন্তর্জাতিক গাজায় গণহত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিনেটরের পদত্যাগ


গাজায় গণহত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিনেটরের পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক     05 July, 2024     07:56 AM    


ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ক্ষমতাসীন দল লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা পেম্যান। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) পদত্যাগের পর ফাতিমা বলেন, ‘ফিলিস্তিনের স্বীকৃতি এবং মুক্তি এমন একটি বিষয় যার সঙ্গে আমার পক্ষে আপস করা সম্ভব নয়।’

২৯ বছর বয়সী এই নারী সিনেটর বলেন, ‘আমার পরিবার কোনো যুদ্ধ–বিধ্বস্ত দেশ থেকে পালিয়ে এসে এখানে শরণার্থী হয়নি যে নিরীহ মানুষগুলোর ওপর অত্যাচার চালাতে দেখেও আমাকে নীরব থাকবে হবে।’

লেবার পার্টির সমালোচনা করে ফাতিমা বলেন, ‘এই সময়ের সবচেয়ে বড় অন্যায়ের প্রতি আমাদের সরকারে উদাসীনতা দেখে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে দলটি অস্ট্রেলিয়াকে কোন দিকে নিয়ে যাচ্ছে!’

ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গত মে ও জুন মাসে দুটি প্রস্তাব উত্থাপন করেছিল অস্ট্রেলিয়ার বিরোধী দল গ্রিনস পার্টি। প্রস্তাব দুটির প্রতি ফাতিমার সমর্থন থাকলেও সংখ্যা গরিষ্ঠের সমর্থন না থাকায় তা পাস হয়নি। এরপর তিনি গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যা চালানোর প্রতিবাদে পররাষ্ট্র বিষয়ক দুটি কমিটি থেকে পদত্যাগ করেন।

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ফাতিমা পেম্যান এখন স্বাধীন সিনেটর হিসেবে পার্লামেন্টে বসবেন। তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম হিজাব পরা সিনেটর।

এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ফাতিমা বলেন, ‘পদত্যাগ করা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। এটি এমন একটি বিষয় ছিল, যেখানে বিবেকের সঙ্গে আপস করা সম্ভব ছিল না।’