রহমত নিউজ 25 June, 2024 09:18 PM
বিচার বিভাগ আগের চেয়ে আরও গতিশীল বলে দাবিক করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, ন্যায় বিচার প্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার। মানুষের সেই অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ আগের চেয়ে আরও গতিশীল।
মঙ্গলবার (২৫ জুন) বিকেলে নওগাঁ জেলা জজ আদালতে বিচারপ্রার্থীদের জন্য একটি বিশ্রামাগার উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।
প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীরা বিপদে পড়েই আদালতে আসেন। তাদেরকে সাময়িক বিশ্রামের জন্য এই বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। এখানে বিচারপ্রার্থী, সাক্ষী ও জামিনে থাকা ব্যক্তিরাও বিশ্রাম নিতে পারবেন। এ সময় কোর্ট চত্বরে সেবা প্রত্যাশীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এই অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর, নওগাঁ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, জেলা প্রশাসক গোলাম মওলা, নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।