| |
               

মূল পাতা সারাদেশ জেলা অটোরিকশা উল্টে প্রাণ গেলো ব্যবসায়ীর


অটোরিকশা উল্টে প্রাণ গেলো ব্যবসায়ীর


মফস্বল ডেস্ক     24 June, 2024     08:21 PM    


চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে উপজেলার শোরসাক বাজারে কাপড়ের ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক কাজে হাজীগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত সিএনজি জব্দ করা হয়েছে। অটোরিকশাচালক পলাতক।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চাঁদপুর চাঁদপুর সদর