| |
               

মূল পাতা সারাদেশ জেলা ওপরে পাথর-ভেতরে ভারতীয় চিনি, ট্রাকসহ আটক চালক


ওপরে পাথর-ভেতরে ভারতীয় চিনি, ট্রাকসহ আটক চালক


মফস্বল ডেস্ক     21 June, 2024     05:38 PM    


সিলেটে অবৈধভাবে আনা প্রায় ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আজ (২১ জুন) শুক্রবার ভোরে নগরীর শিবগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি জব্দ করে শাহপরান থানা পুলিশ।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ট্রাকটির উপরের অংশ পাথর দিয়ে ভর্তি ছিল। এর নিচে ছিলো প্রায় ২৫০ বস্তা ভারতীয় চিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে পাথর সরিয়ে জব্দ করা হয় চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় চিনি। এ ঘটনায় ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, সিলেটে অবৈধভাবে আনা ভারতীয় চিনি চোরাচালানের ঘটনা বাড়ছে। বুধবার (১৯ জুন) সন্ধ্যায় সিলেটের শাহপরান (র.) থানাধীন সুরমা বাইপাসসংলগ্ন বিকেএসপির সামনের সড়ক থেকে একটি ট্রাক জব্দের পাশাপাশি চালককে গ্রেফতার করা হয়। এ সময় পাথরের স্তূপের নিচে মিলেছে ২৭৫ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়।

এর আগে, গত ১৪ জুন একই ঘটনা ঘটে। পুলিশের চোখ ফাঁকি দিতে একই কায়দায় চিনি চোরাচালানের সময় ২০০ বস্তা চিনি বহনকারী ট্রাকসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ