| |
               

মূল পাতা ইসলাম হজ্বের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে পৌঁছেছেন ৪১৭ হাজ্বী


ফাইল ছবি

হজ্বের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে পৌঁছেছেন ৪১৭ হাজ্বী


রহমত নিউজ     21 June, 2024     09:16 AM    


পবিত্র হজ্বের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছে ৪১৭ হাজি। শুক্রবার (২১ জুন) সকাল ৬টার দিকে হাজ্বিদের নিয়ে ঢাকায় এসে পৌঁছায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান।

এবার হজ্বে ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৭টি। এসব ফ্লাইটে সর্বমোট ৮৫ হাজার ২২৫ হজ্বযাত্রী সৌদি আরবে যান।

শুক্রবার (১৪ জুন) মিনায় রাত যাপনের মধ্যদিয়ে চলতি বছরের হজ্ব শুরু হয়। বুধবার (১৯ জুন) জামারাতে পাথর নিক্ষেপ করার শেষ দিন, হাজ্বিরা পর্যায়ক্রমে ছোট, মধ্যম এবং বড় জামারাতে পাথর নিক্ষেপ করার মধ্যদিয়ে শেষ করেছেন হজ্বের আনুষ্ঠানিকতা।

এদিকে এখন পর্যন্ত হজ্ব পালনে গিয়ে ৩০ বাংলাদেশির ইন্তেকালের খবর পাওয়া গেছে। মারা যাওয়া হজ্বযাত্রীদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ৬ জন।