| |
               

মূল পাতা জাতীয় প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি


প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি


রহমত নিউজ     16 June, 2024     08:30 PM    


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১৬ জুন) ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানা গেছে।

শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মোদি লিখেছেন, ‘উৎসব আমাদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়; যা একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। ’

চিঠিতে মোদি ঈদুল আজহাকে ‘বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে বর্ণনা করেছেন।

এছাড়া শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

আগামীকাল সোমবার (১৭ জুন) মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এদিন মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কুরবানি করবেন।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।