| |
               

মূল পাতা সারাদেশ জেলা ফেনীতে বজ্রপাতে ১২ গবাদিপশুর মৃত্যু


ফেনীতে বজ্রপাতে ১২ গবাদিপশুর মৃত্যু


মফস্বল ডেস্ক     10 June, 2024     12:58 PM    


ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে বজ্রপাতে প্রাণ হারিয়েছে ১২টি গবাদিপশু।

রোববার (৯ জুন) উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব বড় ধলীর চরাঞ্চলে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় কৃষক হোনান উদ্দিনের ৩টি মহিষ, মো. বাদশা মিয়ার একটি মহিষ, আবু তাহেরের একটি গাভী ও জাহাঙ্গীরের ৭টি ভেড়া বজ্রপাতে মারা যায়। বৃষ্টি শেষে স্থানীয়রা মাঠে পশুগুলো মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীপ্ত সাহা।

সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীপ্ত সাহা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। উন্মুক্ত মাঠ হওয়ায় এখানকার চরাঞ্চলে প্রায় সময় বজ্রপাতে গবাদিপশুর মৃত্যু হয়। এরই মধ্যে পশু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়ে দাপ্তরিক তথ্য পাঠিয়েছি।

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম ফেনী সোনাগাজী