রহমত নিউজ 06 June, 2024 11:11 AM
সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৯ জুন থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
নির্ধারিত সময়ের মধ্যে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। তবে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য অর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
এ ছাড়া প্রজ্ঞাপনে জরুরি পরিসেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বলেও জানানো হয়।
এর আগে, গত ৩ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।
বৈঠক শেষে অফিসের সময়সূচি পরিবর্তনের কারণ হিসেবে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, এটাই তো স্বাভাবিক। ৯টা থেকে ৫টা (আট ঘণ্টা) পর্যন্ত আমরা কাজ করব। আগে আমরা ৩৫ ঘণ্টা কাজ করতাম, সেটা একটা বিশেষ ব্যবস্থা ছিল। আমরা আবার মূল অবস্থানে চলে আসলাম।
উল্লেখ্য, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ে ২০২২ সালের ২৪ আগস্ট থেকে অফিসের কর্মঘণ্টা ৯-৫টা থেকে কমিয়ে ৮-৩টা করা হয়। পরে ওই বছরের ১৫ নভেম্বর থেকে তা পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়।