| |
               

মূল পাতা আন্তর্জাতিক নতুন সরকার গঠনের লক্ষ্যে পদত্যাগ করলেন নরেন্দ্র মোদি


নতুন সরকার গঠনের লক্ষ্যে পদত্যাগ করলেন নরেন্দ্র মোদি


আন্তর্জাতিক ডেস্ক     05 June, 2024     07:13 PM    


নতুন সরকার গঠনের লক্ষ্যে আজ বুধবার (৫ জুন) দিল্লিতে রাষ্ট্রপতির ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন মোদি।

এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার শেষ বৈঠকে সভাপতিত্ব করার সময় নরেন্দ্র মোদি নির্বাচনের এই ফলাফলকে বিশ্বে সবচেয়ে বড় গণতন্ত্রের জন্য বিজয় হিসেবে উল্লেখ করেন।  

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি নিশ্চিত করেছিলেন, এনডিএ আবারও কেন্দ্রে সরকার গঠন করতে যাচ্ছে।

আগামী শনিবার তৃতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী কংগ্রেসের বলিষ্ঠ নেতা জওহরলাল নেহরুর পর তৃতীয় মেয়াদে নিয়োগ পাওয়া সরকার প্রধান হবেন তিনি।

শরিক দলগুলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে থেকে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ায় আজ পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।