| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘আওয়ামী লীগের অতিমাত্রার ভারত বন্দনা দেশের স্বাধীনতার জন্য হুমকি’


‘আওয়ামী লীগের অতিমাত্রার ভারত বন্দনা দেশের স্বাধীনতার জন্য হুমকি’


রহমত নিউজ     13 May, 2024     08:29 AM    


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ভারত বন্দনায় ব্যস্ত থাকলেও ভারত প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে একের পর এক লাশ উপহার দিচ্ছে। এটা সরকারের অতিমাত্রার ভারত বন্দনার ফসল। গতকালও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা ভারতের বন্ধু। এটা আমাদের স্বার্থেই দরকার।’  

রোববার (১২ মে) এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, আওয়ামী লীগের স্বার্থের জন্য ভারত দরকার। কিন্তু দেশের জনগণ ভারতকে তোয়াজ করতে রাজি নয়। এটা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ভারতের তোয়াজ করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান সরকারের ভারতের প্রতি অতি ভক্তির কারণে আজ সীমান্ত অরিক্ষত। দেশের জনগণ পাশ্ববর্তী দেশ হিসেবে ভারতের সাথে যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকুই চায়। অতিমাত্রার ভারত বন্দনা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে দিবে। আমরা আমাদের স্বাধীনতা নিয়ে শঙ্কিত।