মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলি কারাগারে প্রাণ হারালেন ফিলিস্তিনি চিকিৎসক
আন্তর্জাতিক ডেস্ক 04 May, 2024 10:17 AM
দখলদার ইসরাইলের কারাগারে চার মাস ধরে বন্দি থাকার পর প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের এক চিকিৎসক। ফিলিস্তিন কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইসরাইলি কারাগারে ইন্তেকাল করা ওই চিকিৎসক হলেন ৫০ বছর বয়সী আদনান আল বুর্শ। তিনি আল শিফা হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের প্রধান ছিলেন।
গত ১৯ এপ্রিল ইসরাইলি করা কর্তৃপক্ষ এক বিবৃতিতে প্রকাশ করে। ওই বিবৃতিতে ডাক্তার আল বুর্শকে জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তার করা হয় বলে জানায়।
ঠিক কী কারণে ফিলিস্তিনি এই চিকিৎসকের মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে ফিলিস্তিনের আইনী সহায়তাকারী গ্রুপগুলো এ মৃত্যুকে ইসরাইলের পরিকল্পিত হত্যাকাণ্ড বলে বৃহস্পতিবার এক যৌথ বিবৃতি দিয়েছে। ওই ডাক্তারের মরদেহ ইসরাইলি জিম্মায় রয়েছে।
ইসরাইলি বাহিনী তাকে আটকের আগে তিনি আল আওদা হাসপাতালে কাজ করতেন। সহকর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাকে বীর বলে আখ্যায়িত করেছেন।
আল শিফা হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান আবু সাদা বলেন, এই চিকিৎসকের মৃত্যু মানব আত্মার জন্য সহ্য করা কঠিন।
সূত্র: বিবিসি