রহমত নিউজ 29 April, 2024 09:20 AM
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ.হ ম নুরুল কবির হিলালী বলেছেন, ইসলামী রেনেসাঁ বিপ্লবকে তরান্বিত করে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রজনতাকে হেরার জ্যোতির আলোকধারায় বহুমাত্রিক যোগ্যতা অর্জন করতে হবে। পরিশুদ্ধ আমলের মাধ্যমে তাকওয়ার গুণাবলিতে নিজেদের করতে হবে আলোকিত।তাহলেই সংগঠনের প্রতিটি কর্মী আদর্শ সৈনিক হিসেবে গড়ে উঠবে।
তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা কর্মপরিষদের পাক্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ২৮ এপ্রিল (রবিবার) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, জেলা সভাপতি অলি উল্লাহ আরজু। সাধারণ সম্পাদক হাফেজ জায়নুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা ইসলামী যুবসমাজ নেতা কবি শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আলম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে অলি উল্লাহ আরজু বলেন, ইসলামী ছাত্রসমাজ আলোকিত মানুষ গড়ার এক বিপ্লবী অনুষদ। এ সংগঠন চায় প্রতিটি কর্মীকে প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক সিলেবাসের আলোকে পড়াশোনার মাধ্যমে একনিষ্ঠ দায়িত্বশীল এবং যোগ্য ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে। তাই সংগঠনের নিয়মিত কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাংগঠনিক অভিযাত্রাকে তরান্বিত করতে হবে।
শেষে তীব্র তাপদাহ থেকে দেশবাসীকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ মুনাজাত করা হয়