মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরেছে: ইসি আলমগীর
রহমত নিউজ 29 April, 2024 03:37 PM
নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা ফিরেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইসি আলমগীর বলেন, গতকাল দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে ভালো ভোটার উপস্থিতি হয়েছে। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তবে তাদের সমর্থকরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। রাজবাড়ীতে ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরে রাজবাড়ী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, ৪৭ বিজিবি সেকেন্ড ইন কমান্ড মেজর রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক জেলা নির্বাচন অফিসার, মো. অলিউল ইসলামসহ জেলার কর্মকর্তারা।
উল্লেখ্য আগামী ৮ মে অনুষ্ঠিত হবে রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন।