| |
               

মূল পাতা সারাদেশ জেলা পাখির গর্তে হাত দিয়ে সাপের কামড়ে প্রাণ গেলো মাদরাসা শিক্ষার্থীর


পাখির গর্তে হাত দিয়ে সাপের কামড়ে প্রাণ গেলো মাদরাসা শিক্ষার্থীর


মফস্বল ডেস্ক     21 April, 2024     02:09 PM    


মাদারীপুরের কালকিনিতে মাটির গর্ত থেকে মাছরাঙা পাখির ছানা ধরতে গিয়ে সাপের ছোবলে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকালে পৌর এলাকার চরবিভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম আবু হুমাইদ (১১)। সে ইতালি প্রবাসী শওকত বেপারীর ছেলে এবং চরবিভাগদী ফাজিল মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হুমাইদ একটি মাছরাঙা পাখির ছানা ধরার জন্য শনিবার বিকেলে নিজ বাড়ির পাশের পুকুর পাড়ের একটি মাটির গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। এ সময় গর্তের মধ্যে থাকা একটি সাপ হাতে ছোবল দেয়। কিছুক্ষণ পরই আবু হুমাইদ নিস্তেজ হয়ে পড়ে। বিষয়টি বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা লিয়াকত বেপারী বলেন, বাবা-মা’র একমাত্র সন্তান ছিল হুমাইদ। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তার মা বারবার মূর্ছা যাচ্ছেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুলাহ আল মামুন বলেন, বিষধর সাপের ছোবলে এক ছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার সত্যতা যাচাইসহ বিষয়টি আরও খতিয়ে দেখছে পুলিশ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মাদারীপুর কালকিনি