মূল পাতা শিক্ষাঙ্গন জামিয়া উমেদনগরে ভর্তি শুরু আগামী বুধবার
আলাউদ্দীন বিন সিদ্দীক 14 April, 2024 12:16 PM
উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জের ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী (১৭ এপ্রিল, ৭ শাওয়াল) বুধবার সকাল ৯ থেকে শুরু হবে। মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মাসরুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তি-ইচ্ছুক সকল শিক্ষার্থীকে ফরম সংগ্রহ করে যথাসময়ে ভর্তির কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। এছাড়া ১০ শাওয়ালের পরে ভর্তি নেওয়া হবে না বলেও জানানো হয় ভর্তি বিজ্ঞপ্তিতে।
যে সকল বিভাগে ভর্তি চলবে:
তাখাছসছুছাত: তাফসার বিভাগ।
কিতাব বিভাগ: চতুর্থ শ্রেণী হতে তাকমীণ ফিল হাদিস পর্যন্ত।
হিফজ বিভাগ: আন্তর্জাতিক মানসম্মত হিফজুল কোরআন বিভাগ
নুরানী বিভাগ: নুরানী শিশু শ্রেণী হতে ৩য় শ্রেণী পর্যন্ত
মাদানী নেসাব: ১ম বর্ষ ৩য় বর্ষ পর্যন্ত।
ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ:
কিতাব বিভাগ: 01765-655174/01321-229553 হিফজ বিভাগ: 01744-290171/01321-229547 নুরানী বিভাগ: 01772-664745/01321-229550