এ বি সিদ্দীক 10 April, 2024 12:15 PM
আগামীকাল (১১ এপ্রিল) বৃহস্পতিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদুল ফিতরের দিন রাজধানীতে ঈদগাহ ও বিভিন্ন মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। ইতোমধ্যে ঈদের জামাতের প্রস্তুতি শেষ হয়েছে।
যুগশ্রেষ্ট বুযুর্গ আমীরে শরীয়ত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত রাজধানীর ঢাকার কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।
আজ (১০ এপ্রিল) বুধবার মাদরাসা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
ঈদুল ফিতরের নামাজে ইমামতি করবেন জামিয়া নূরিয়া ইসলামিয়ার নাজিমে তা’লিমাত ও মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।