| |
               

মূল পাতা ইসলাম মসজিদে নববীতে নামাজ আদায় করলেন ২ কোটির বেশি মুসল্লি


মসজিদে নববীতে নামাজ আদায় করলেন ২ কোটির বেশি মুসল্লি


রহমত নিউজ     07 April, 2024     03:44 PM    


মসজিদে নববীতে রেকর্ড মুসল্লিদের সমাগম হয়েছে। পবিত্র রমজানের প্রথম ২০ দিনে মদিনার এ মসজিদে ২ কোটির বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। শনিবার (৬ এপ্রিল) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের প্রথম ২০ দিনে মসজিদে নববীতে ২০ মিলিয়নের বেশি মুসল্লির সমাগন হয়েছে। এসব মুসল্লি মসজিদটিতে নামাজ আদায় সহ বিভিন্ন ইবাদতে সময় কাটিয়েছেন।

মসজিদে নববীর রক্ষণাবেক্ষণসংক্রান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের ইবাদতের জন্য স্বস্তিদায়ক সেবা নিশ্চিত করতে সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।  শেষ রমজানের আগে মুসল্লিদের উপস্থিতি ক্রমেই বেড়ে চলেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এ সময় মসজিদের নববীতে অবস্থিত রাসুল (সা.) এর রওজা জিয়ারত করেছেন ৬ লাখ ৫৫ হাজার ২২৭ জন মুসল্লি। তাদের মধ্যে ২ লাখ ৯৬ হাজার ৫৯৫ জন নারী রয়েছেন।