| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ পার্বত্য এলাকার অস্থিরতার পেছনে বিএনপি জড়িত থাকতে পারে: কামরুল


ফাইল ছবি

পার্বত্য এলাকার অস্থিরতার পেছনে বিএনপি জড়িত থাকতে পারে: কামরুল


রহমত নিউজ     07 April, 2024     03:10 PM    


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি কথায় কথায় মিথ্যা বলে। পার্বত্য এলাকায় অস্থিরতার পেছনে বিএনপির জড়িত থাকার আশঙ্কা আছে। তারা দেশকে অস্থিতিশীল রাখতে চান।

রোববার (৭ এপ্রিল) কেরানীগঞ্জের নয়াবাজার উচ্চবিদ্যালয়ে ঈদ উপলক্ষে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ঈদ সামগ্রী বিতরণ করে। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ষড়যন্ত্র করতে ব্রিটিশ হাইকমিশনারকে বাসায় নৈশভোজে আমন্ত্রণ জানান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, আওয়ামী লীগ চায় শান্তিপূর্ণ নির্বাচন। উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে। মন্ত্রী-এমপি কেউই প্রভাব বিস্তার করতে পারবেন না। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।