| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে রমজানের শেষ জুমায় আল আকসায় মুসল্লিদের ঢল


কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে রমজানের শেষ জুমায় আল আকসায় মুসল্লিদের ঢল


মুসলিম বিশ্ব ডেস্ক     05 April, 2024     11:25 PM    


পবিত্র রমজানের শেষ জুমায় আল আকসায় মুসল্লিদের ঢল নেমেছে। ইসরাইলের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার (৫ এপ্রিল) ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় ১ লাখ ২০ হাজার মুসল্লি পবিত্র জুমার নামাজ আদায় করেন। ফিলিস্তিনি নিউজ এজেন্সি ওয়াফাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদে প্রবেশের মুখে ইসরাইল বাহিনী চেকপয়েন্ট বসিয়েছে। মুসল্লিদের প্রবেশ ঠেকাতে সেখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এ সময় জোর করে মসজিদে প্রবেশের সময় ১১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করে ইসরাইলি বাহিনী।

এদিকে, মাসজিদুল আকসার বাইরে ফিলিস্তিনিরা জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী। এ সময় ফিলিস্তিনিরা গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।