| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতের উত্তর প্রদেশে চালু থাকবে মাদরাসা, যা বলছে সুপ্রিম কোর্ট


ভারতের উত্তর প্রদেশে চালু থাকবে মাদরাসা, যা বলছে সুপ্রিম কোর্ট


আন্তর্জাতিক ডেস্ক     05 April, 2024     06:58 PM    


ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে মাদরাসা বন্ধের নির্দেশ দিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্ট। গত মাসে এক রায়ে উত্তর প্রদেশের মাদরাসা পরিচালনাকারী আইন–২০০৪ বাতিল করে বলা হয়, এই আইন ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। এবার সেই রায় স্থগিত করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এ বিষয়ে মতামত জানতে চেয়ে কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ পাঠিয়েছেন। এর মধ্য দিয়ে আবারও চালু হলো মাদরাসাগুলো।  

সুপ্রিম কোর্টের নোটিশে বলা হয়েছে, মাদরাসা বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্য সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শ লঙ্ঘন করছে বলে এলাহাবাদ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, প্রাথমিকভাবে তা সঠিক নয়।

এর আগে গত ২২ মার্চ রায়ে উত্তর প্রদেশের মাদরাসা পরিচালনাকারী আইন–২০০৪ বাতিল করে বলা হয়, এই আইন ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার পরিপন্থী। মাদ্রাসার শিক্ষার্থীদের এখন থেকে প্রচলিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

এই রায়কে চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্টে। এ নিয়ে আগামী জুলাই মাসে শুনানির জন্য তারিখ ঠিক করেন আদালত। এর আগ পর্যন্ত মাদরাসাগুলো পরিচালনার নির্দেশ দেওয়া হয়।  

এমন এক সময়ে এই রায় এল, যখন লোকসভা নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। এবারও নির্বাচনে জিতে ক্ষমতা ধরে রাখতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

উত্তর প্রদেশের মাদরাসা শিক্ষাবোর্ডের প্রধান ইফতিখার আহমেদ জাভেদ বলেন, এই রাজ্যে ২৫ হাজার মাদরাসা রয়েছে। এতে শিক্ষক ১০ হাজার ও শিক্ষার্থী ২৭ লাখ।