| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫


ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক     04 April, 2024     12:40 AM    


ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেডিতে একটি রাসায়নিক কারখানায় পারমাণবিক চুল্লি বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি সেখানে আটকা পড়ে আছেন বেশ কয়েকজন। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৩ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের সময় ওই ভবনটিতে প্রায় ৫০ জন মানুষ ছিলেন। স্থানীয় মিডিয়া বলছে, ভবনটির আরেকটি চুল্লিও বিস্ফোরিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষও আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া শুরু করেছেন।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। একটি ছবিতে ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় নিহত কয়েকজনের মৃতদেহ মাটিতে পড়ে ছিল। নিহতদের একজন কারখানার ম্যানেজার বলে ধারণা করা হচ্ছে। আহতদের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।