| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি অভিযানে নামলে পণ্যের দাম কমে, চলে আসার পর বেড়ে যায়: ভোক্তার ডিজি


অভিযানে নামলে পণ্যের দাম কমে, চলে আসার পর বেড়ে যায়: ভোক্তার ডিজি


রহমত নিউজ     30 March, 2024     10:34 PM    


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, “আমরা যখন কোথাও অভিযানে যাই, তখন পণ্যের দাম কমে যায়। আবার চলে এলে দাম বেড়ে যায়। এজন্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন। বাজার মনিটরিংয়ের পর পণ্যের দাম বেড়ে গেলে সে দায় তো ব্যবসায়ী নেতৃবৃন্দের।”

শনিবার (৩০ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর সিটি বাজার মনিটরিং ও ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগত মান নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

সফিকুজ্জামান বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে আগের চেয়ে দ্রব্যমূল্য এখন অনেকটাই কমেছে। তদারকির কারণেই বর্তমানে ৮০০ টাকার তরমুজ ২০০ টাকায়, ৮০০ টাকার গরুর মাংস ৫৯৫ টাকায় এবং ১০০ টাকার বেগুন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আমাদের তদারকির কারণেই বাজার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, না হলে পাগলা ঘোড়ার মতো দাম বাড়তো।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন প্রমুখ।