| |
               

মূল পাতা সারাদেশ জেলা গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১১


প্রতীকী ছবি

গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১১


মফস্বল ডেস্ক     19 March, 2024     05:50 PM    


গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে দগ্ধ তাওহীদ (৭) নামে আরও এক শিশু মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে।

সোমবার (১৮ মার্চ )সন্ধ্যা সাতটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম। তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দগ্ধ আরেক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, গত ১৩ মার্চ ইফতারের আগ মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ৪০ জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর কালিয়াকৈর