মূল পাতা আন্তর্জাতিক এশিয়া মইজ্জুর আদেশের পর মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার শুরু
রহমত নিউজ 12 March, 2024 08:05 PM
মালদ্বীপে থাকা ভারতের সেনা সদস্যদের প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) মালদ্বীপের সংবাদপত্র দ্য মিহারুর বরাত দিয়ে এই খবর দিয়েছে আল জাজিরা।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপে চীনপন্থী হিসেবে পরিচিত নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর আদেশের ভিত্তিতে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
তবে এ ব্যাপারে মালদ্বীপ এবং ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মিহারুর প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী ভারতীয় সেনাদের প্রত্যাহার শুরু হওয়ার খবরটি নিশ্চিত করেছে।
দুপক্ষের আলোচনার পর ১০ মের মধ্যে মালদ্বীপ থেকে মোট ৮৯ ভারতীয় সেনা ও তাদের সহযোগীকে প্রত্যাহার করতে সম্মত হয় ভারত। ১০ মার্চ থেকে এ প্রত্যাহার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। মিহারুর প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে আদ্দুর দক্ষিণতম প্রবালপ্রাচীরে মোতায়েন ভারতীয় সেনারা দ্বীপপুঞ্জ ছেড়ে চলে গেছে।
গত সপ্তাহে, মালদ্বীপ চীনের সাথে একটি "সামরিক সহায়তা" চুক্তি স্বাক্ষর করেছে যখন ভারতীয় সেনারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।