| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া প্রতি মিনিটে ক্ষুধায় মরছে গাজার শিশু : যুদ্ধবিরতির আলোচনা চলছে


এএফপি

প্রতি মিনিটে ক্ষুধায় মরছে গাজার শিশু : যুদ্ধবিরতির আলোচনা চলছে


রহমত নিউজ     03 March, 2024     10:46 AM    


ইউনিসেফ’র প্রধান কেথরিন রাশেল যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, প্রতি মিনিটে গাজার শিশুরা মারাত্মক অপুষ্টির শিকার হচ্ছে। অনেকে মারাও যাচ্ছে। 

এদিকে আজ মিশরে যুদ্ধবিরতির আলোচনার জন্য বৈঠকে বসবে হামাস ও ইসরাইলের নেতারা। যুদ্ধবিরতি খুবই নিকটে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এমন ধারণা সত্বেও ছয় সপ্তাহের যুদ্ধ বিরতির বিষয়টি এখনো অস্পষ্ট। 

গাজার খান ইউনিস, দেইর আল বালাহ ও রাফাহতে গতকাল রাতব্যাপী বোমাবর্ষণ করেছে।

৭ অক্টোবর থেকে এপর্যন্ত গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় ৩০ হাজার ৩২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৭১ হাজার ৫শ ৩৩ জন আহত হয়েছে। হামাসের হামলায় ইসরাইলের ১১শ ৩৯ জন নিহত হয়েছে

সূত্র: আল জাজিরা