| |
               

মূল পাতা সারাদেশ জেলা গাজীপুরে আগুনে পুড়ল কৃষকের বসতবাড়ি, আসেনি ফায়ার সার্ভিস!


গাজীপুরে আগুনে পুড়ল কৃষকের বসতবাড়ি, আসেনি ফায়ার সার্ভিস!


মফস্বল ডেস্ক     01 March, 2024     06:35 PM    


গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতবাড়ির পাঁচটি আধা পাকা কক্ষ পুড়ে গেছে। এ ছাড়া আগুনে গোয়ালঘরে থাকা কয়েকটি গরু দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জনৈক রফিকুল ইসলামের বাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী রফিকুল ইসলাম উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নেয়ামত আলীর ছেলে।

রফিকুল ইসলাম বলেন, “সন্ধ্যায় গরুগুলো গোয়াল ঘরে বেঁধে পাশের বলদীঘাট বাজারে যাই। ঘণ্টা দুয়েক পর আমার ছেলে দৌড়ে এসে বাড়িতে আগুন লাগার খবর জানায়। তিনি আরও বলেন, দ্রুত বাড়িতে গিয়ে দেখি ঘরবাড়িতে আগুন জ্বলছে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন আসেনি। স্থানীয়রা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। গোয়াল ঘরে থাকা নয়টি গরু আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে গরুগুলো এমনভাবে আগুনে পুড়তো না।

স্থানীয়রাসহ ভুক্তভোগীর অভিযোগ, বারবার জানানোর পরও শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাননি। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকাবাসী।

অভিযোগ অস্বীকার করে ফায়ার সার্ভিস বলছে, রওয়ানা হওয়ার পর তাদের আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানান হয়েছিল।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর শ্রীপুর