| |
               

মূল পাতা সারাদেশ জেলা নোয়াখালীর সুবর্ণচরে অভাবের তাড়নায় বৃদ্ধের আত্মহত্যা


ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচরে অভাবের তাড়নায় বৃদ্ধের আত্মহত্যা


রহমত নিউজ     29 February, 2024     07:53 PM    


নোয়াখালীর সুবর্ণচরে অভাব-অনটনে ও ঋণের তাড়নায় হরিহর মজুমদার (৬২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবজলুল করিম গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার রাতের কোনো একসময় উপজেলার যতীন্দ্র মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হরিহর ওই বাড়ির মৃত যতীন্দ্র কুমার মজুমদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হরিহর কয়েকটি এনজিও’র কাছ থেকে ঋণ নিয়ে ছিলেন। ঋণ দায় ও অভাব-অনটনের কারণে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পূর্ব পাশে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। অভাব-অনটনের কারণে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি। তাই কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী সুবর্ণচর