রহমত নিউজ 27 February, 2024 10:11 AM
রাজধানীর বাড্ডায় আগুনে পুড়ে গেছে কাঠ ও ফার্নিচারের বেশকিছু দোকান। সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশের ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানটিগুলোতে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৫৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে, কাঠ হওয়ায় এখনও আগুন পুরোপুরি নির্বাপণ করা যায়নি। প্রাথমিক ধারণা অনুযায়ী একটি স’মিল থেকে ছড়িয়েছে আগুন। সেটিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাছাড়া, পাশের একটি ভবনের নীচতলায় কিছুটা ক্ষতিও হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩ এর উপ পরিচালক শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা এখনেও জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।