মূল পাতা আন্তর্জাতিক ‘ফিলিস্তিন মুক্ত করো’ স্লোগান দিয়ে নিজের শরীরে আগুন দিলেন মার্কিন সেনা
আন্তর্জাতিক ডেস্ক 26 February, 2024 01:34 PM
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদস্বরূপ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর এক সদস্য। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর রয়টার্সের।
স্থানীয় সময় গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের সামনে এই ঘটনা ঘটে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে শরীরে আগুন দেওয়ার সময় একটি ভিডিও তিনি ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করেছেন। সামরিক পোশাক পরিহিত অবস্থায় ওই ব্যক্তি বলেন, ‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না। ’ এরপর ‘ফিলিস্তিন মুক্ত’ করো স্লোগান দিয়ে শরীরে তরল পদার্থ ঢেলে নিজ শরীরে আগুন জ্বালিয়ে দেন।
পুলিশ জানায়, ওই বিক্ষোভকারী পেট্রোল ব্যবহার করেছিল এবং সেই ঘটনার পর ঘটনাস্থলে একটি ফিলিস্তিনি পতাকা পাওয়া যায়।