| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি কে শামীমের জামিন


যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি কে শামীমের জামিন


রহমত নিউজ     22 February, 2024     11:03 AM    


অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি কে শামীমকে জামিন দিলেন আপিল বিভাগ। ক্যাসিনো কাণ্ডে আলোচিত যুবলীগের এ বহিষ্কৃত নেতা অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাপ্রাপ্ত আসামি।

এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর অস্ত্র মামলায় জি কে শামীমের জামিন ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেন আদালত। যদিও তার আগে ১৩ ডিসেম্বর অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শামীমকে জামিন দেন হাইকোর্ট।

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক শেখ সামিদুল ইসলাম অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন সাজা দেন।

২০১৯ সালে নিকেতনে ক্যাসিনোবিরোধী অভিযান চালায় র‍্যাব। অভিযানে ওই ভবন থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে ২০০ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানায় র‍্যাব। তখন শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২১ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে গুলশান থানায় তিনটি মামলা করে র‍্যাব।