রহমত নিউজ 18 February, 2024 03:56 PM
বাকশাল টু কায়েমের মধ্য দিয়ে সরকার নতুনভাবে ক্ষমতায় এসে বিরোধীদল নিশ্চিহ্নের খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (১৮ ফেব্রুয়ারি) দলটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কামনায় মোনাজাত করা হয়।
এরপর সাংবাদিকদের ডক্টর আবদুল মঈন খান বলেন, জাতির ক্রান্তিলগ্নে বিএনপি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে লিপ্ত। যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীনতা হয়েছিলো আজ তা অনুপস্থিত। বাংলাদেশে গুটি কয়েক পরিবার ছাড়া কারো জীবনযাপনের অধিকার নেই। পানি বিদ্যুৎ গ্যাস এবং জিনিসপত্রের দাম বৃদ্ধিতে মানুষ দিশেহারা। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলে গণতন্ত্র নিশ্চিহ্ন করে দিতে চায়।
মঈন খান বলেন, সরকার বিরোধীদল নিশ্চিহ্ন করে কাগজে কলমে অতীতের মতো বাকশাল কায়েম করার চক্রান্ত করছে এবং সে পথেই হাঁটছে তারা।